মাসুন্দিয়া ভবানীপুর খোন্দকার জোবেদা বেগম ডিগ্রী কলেজ ক্যাম্পাসে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, ব্লাড ব্যাংক পাবনার পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে সচেতনতা কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়। আজ মাসুন্দিয়া ভবানীপুর খোন্দকার জোবেদা বেগম ডিগ্রী কলেজে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদানের উপকারীতা সম্পর্কে সচেতন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খোন্দকার জোবেদা বেগম ডিগ্রী কলেজ, মাশুন্দিয়া বাজার, আমনপুর, পাবনা-এর অধ্যক্ষ জনাব মোঃ নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক জনাব মোঃ আরিফুল ইসলাম, প্রভাষক জনাব আব্দুস সামাদ আজাদী, প্রভাষক জনাব সাইফুল ইসলাম সুজন, প্রভাষক জনাব আনিসুজ্জামান মামুন, উৎসর্গ ব্লাড ব্যাংকের প্রধান সমন্বয়ক মুহাঃ সাব্বির সিদ্দিকী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদকসহ অনেকে। অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় ছাত্র-ছাত্রীদেরকে রক্তের গ্রুপ নির্ণয় করতে বলেন এবং নিয়মিত রক্তদানের উপকারিতা বিষয়ে বক্তব্য দেন। মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনীতা অনেক। এমন কি রোগীর জীবন রক্ষার বিকল্প হিসাবে রক্ত ব্যবহার হয়ে থাকে। তাই অনুষ্ঠানে সকলকে রক্ত দানে উৎসাহ প্রদান করা হয়। আয়োজনে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ , সুজানগর শাখা, পাবনা।