বিশেষ প্রতিনিধি :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত আরএমটিপি প্রকল্প কতৃক আয়োজিত কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ারে শুক্রবার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস এর উপদেষ্টা লায়ন আয়শা বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস। অন্যদের মধ্যে শিবগঞ্জ রিজিয়ন অফিসার জুয়েল হোসেন, এরিয়া ম্যানেজার মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে ভিসিএফ কৃষিবিদ এবিএম মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মোঃ এনামুল হক, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর ইয়াছিনুল হাবিব রেজা, দিলীপ চন্দ্র অধিকারী সহ টিএমএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন এখন সময়ের দাবী,পরিবেশ বান্ধব কৃষি চর্চার মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, বরং বিষমুক্ত খাদ্য সরবরাহের মাধ্যমে কৃষকরা অধিক লাভবান হতে পারেন, এটি কৃষকদের জীবিকার পাশাপাশি দেশের সার্বিক খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ দিবসে বিভিন্ন এলাকার প্রকল্প ভূক্ত ১৫০ জন কৃষাণ কৃষাণী, এলাকার নানা শ্রেণির মানুষ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।