Tuesday, ফেব্রুয়ারী ১৮, ২০২৫

পাবনার বেড়ায় পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শাশুরিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে

৫ জানুয়ারী (রবিবার) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
হামলার শিকার হওয়া বৃদ্ধা  মজিদা বেগম(৫০) বেড়া উপজেলা পুরান ভারেঙ্গা  ইউনিয়নের কল্যামপুর (হিট) এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত বৃদ্ধা মজিদা বেগমের স্বামীর নাম শাহআলম। ছেলেকে ৫ বছর আগে একই গ্রামের বাসিন্দা শুমের সেখের মেয়ে হালিমা আক্তারের সাথে বিয়ে দেন। তাদের ঘরে চার বছরের একটি ছেলে আছে।মজিদা বেগমের সাথে পুত্রবধূ হালিমাআক্তারের মাঝেমধ্যে বাচ্চাদের খাওয়ানো ও লালনপালনের বিষয় নিয়ে বাকবিতণ্ডা হতো।  শাশুরীর সাথে খারাপ আচরণ করায় স্বামী বেশ রাগান্বিত হয়। অবশেষে হালিমা বেগম স্বামীর সাথে রাগ করে বাবার বাড়ী চলে যায়। এ ছাড়া বড় কোন বিরোধ ছিলনা।মজিদা বেগমের ছেলে মোমিন ব্যাপারী কৃষি কাজ করে। । দীর্ঘ চার মাস হালিমা বেগম বাবার বাড়ী থাকার পর ক্ষিপ্ত হয়ে গত ৫ জানুয়ারী  স্বামীর বাড়ী এসে বটি দিয়ে উপর্যপুরি কোপাতে থাকে।  অবস্থা খরাপ হওয়ায় এলাকাবাসী তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। অতপর সেখানেও তাকে মেরে ফেলার হুমকি দেয়। শেষ পর্যন্ত  হাসপাতাল থেকে ঔ অবস্তায় পলিয়ে এক আত্মীয়ের বাসায় চলে যায়।একদিন পরে মজিদা বেগমের সন্তানেরা বাড়ী আসলে মামলার প্রস্তুতি নিচ্ছেবলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী  শাহনাজ ও শিরি বেগম  বলেন, সকাল ১১টার দিকে  মজিদা বেগমের ছেলের বৌ তাকে বটি দিয়ে এলো পাথারী কুপাচ্ছে। পরে আশেপাশের লোকজন  আহত মজিদা বেগমের রক্তাক্ত অবস্তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর