শনিবার (২১ ডিসেম্বর):: সকালে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা আমন ধান কাটার পর্ব শেষে কন্দ পেঁয়াজ লাগানো শুরু করেছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি রবি মৌসুমে কন্দ পেঁয়াজ (শাখা পেঁয়াজ) আবাদের লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় এ বছর বৃদ্ধি পেয়েছে। তবে এখনো আবাদ চলমান রয়েছে। আবাদ শেষ না হওয়া পর্যন্ত সঠিক পরিমাপ করা সম্ভব নয়।
উপজেলার জাতসাখিনী ইউনিয়নের টাংবাড়ী মধ্যপাড়া গ্রামের কৃষক রতন সেখ পাবনা নিউজ ডট নেট কে জানান , আমি এ বছর ৪০ শতক জমিতে কন্দ পেঁয়াজ চাষ করছি। । ৪০ শতক জমিতে আমার প্রায় অনেক টাকাই খরচ হবে । আবাদ যদি ভালো হয় তাহলে প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ মণ পেঁয়াজ হতে পারে। দামের পরিমাণ ভালো হলে বেশ লাভবান হতে পারব বলে আশা করছি। এখন তো সব কিছুরই দাম বেশি। তাই খরচও অনেক বেশি পড়ে যায়।শিবপুর গ্রামের মনির উদ্দীন বলেন আমি এ বছর ৬০ শতক জমিতে কন্দ পেঁয়াজ লাগাব। তাতে দুই লাখ টাকার ওপরে আমার খরচ হবে। ভালো আবাদ হলে ১২০-১৩০ মণ পেঁয়াজ হতে পারে। দাম ভালো পেলে আমার সব খরচ বাদ দিয়ে খুব একটা খারাপ হওয়ার কথা নয়। বাপ দাদার পেশা কৃষি কাজ। তাই আশা নিয়েই তো কৃষি কাজ করতে হয়। সব ফসলে তো আর লাভ হয় না। তবু আশা নিয়েই বেঁচে আছি। কৃষি কাজ ছাড়াতো আমাদের আর কোন পথ নাই।