Tuesday, ফেব্রুয়ারী ১৮, ২০২৫

পাবনার আঃ খালেক খান টিএমএসএসের উপদেষ্টা নিযুক্ত

বিশেষ প্রতিনিধি :

পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আঃ খালেক খান পিভিএম-সেবা দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর অবৈতনিক উপদেষ্টা পদে নিয়োগ লাভ করেছেন। টিএমএসএস এর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে মাঠ পর্যায়ে সহায়তা ও নানা কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে টিএমএসএস এর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। তাঁর এ নিয়োগ ১-ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে। আঃ খালেক খান দীর্ঘদিন ধরে টিএমএসএস এর নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড বিভিন্ন প্রচার মাধ্যমে তুলে ধরাসহ সংগঠনের মাঠ পর্যায়ের কাজে তদারকি করায় তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে এ পদে নিয়োগ করা হয়। আঃ খালেক খান পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম মুক্তিযোদ্ধা কৃষক পরিবারে ১৯৭১ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আজিম উদ্দিন খান ছিলেন একজন দানশীল ব্যক্তি। মাতা রাহিমা খাতুন একজন গৃহিণী। পাঁচ ভাই, বোনের মধ্যে তিনি পিতা-মাতার জ্যৈষ্ঠ পুত্র। শিক্ষা জীবনে তিনি দুবলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে প্রথম বিভাগে এসএসসি ও পাবনা সরকারি শহিদ বুলবুল কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯৫ সালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বি অনার্স ও ১৯৯৬ সালে এমএ বাংলা ডিগ্রি লাভ করেন। তিনি ২০১০ সালে পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। বর্তমান তিনি পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। তিনি বিভিন্ন সমাজকর্মের সাথে জড়িত থাকার পাশাপাশি দুবলিয়া পুরাতন পাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি ঢাকার দৈনিক বাংলাদেশ সমাচার, অনলাইন নিউজ পোর্টাল এবিসি বার্তা, বিএম টেলিভিশন, দৈনিক বিজয় নিউজ ও পাবনা টিভি.নেট এর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন তৃণমূলের সদস্য ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার হোল্ডার সদস্য। তিনি একাধিকবার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আনসার- ভিডিপি সংগঠন ও ব্যাংকের সার্বিক সেবা ও উন্নয়ন কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক লাভ করেছেন। তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদে বিশেষ ভূমিকা পালনের জন্য বেশ কিছু নীতিমালা ব্যাংকের আইনে পাস হয়েছে। যা বর্তমান ব্যাংকের আইন হিসাবে চালু রয়েছে। দেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার এক প্রতিক্রিয়ায় আঃ খালেক খান মহান আল্লাহ প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন যারা আমাকে এ পদে নিয়োগ পাওয়ার উৎসাহ অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন বিশেষ করে পাবনার সাংবাদিক ভাই, বন্ধু ও অন্যান্য অঞ্চলের সাংবাদিক ভাই ও বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও টিএমএসএস পরিচালনা পর্ষদের সকল পরিচালক, উপদেষ্টা মন্ডলীসহ উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের শিক্ষা সম্প্রসারণের জীবন্ত কিংবদন্তি, প্রখ্যাত নারী সংগঠক, উদ্যোক্তা ব্যক্তিত্ব, বহু প্রতিভার অধিকারী, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের আলোকবর্তিকা ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এ বিরল গৌরব অর্জনে তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা সহ সকলের কাছে দোয়া কামনা করেছেন। তিনি মানবিক সংগঠন দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি ঢাকার সফেন ফাউন্ডেশনের জীবন সদস্য ও দুবলিয়া পুরাতন পাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা। এক প্রশ্নের জবাবে তিনি ভবিষ্যতে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সামাজিক সেবা করার ইচ্ছা তাঁর রয়েছে। সেই সাথে তিনি দুবলিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় সকল ভাল কাজের সাথে সম্পৃক্ততা থেকে মানবসেবা ও সমাজসেবা করার আশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সাদুল্লাপুর ইউনিয়নের প্রত্যেক এলাকার বেকারদের যুবকদের কর্মসংস্থানের জন্য আপ্রাণ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর