এ কে খান :
উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি-উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলোজিবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে উপকরণ সরবরাহকারীদের সাথে লীড ফার্মারদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে ২৭ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক প্রকল্প সমন্বয়ক মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর এ.বি.এম.মাহমুদুল হাসান ও মার্কেটিং ম্যানেজার মোঃ রুস্তম আলী মন্ডল প্রমুখ।
কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড সীড কোম্পানির মার্কেটিং অফিসার মোঃ আব্দুর রহিম, মাস্টার সীড কোম্পানির মার্কেটিং অফিসার মোঃ সিয়াম আহমেদ, নার্সারি ও ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা মোঃ আব্দুল হাকিম, লালতীর কোম্পানির মার্কেটিং অফিসার মোঃ আব্দুল আজিম ও ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। বাজার সংযোগ সভাটিতে শিবগঞ্জ উপজেলার নিরাপদ সবজি উৎপাদনে অংশ নেওয়া কিছু সংখ্যক উদ্যোক্তা অংশ গ্রহণ করেন। সভায় প্রকল্পের কার্যক্রম, জৈব বালাইনাশক, সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের সহজ প্রাপ্যতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। লিড ফার্মাররা স্থানীয় পর্যায়ে সবজি চাষের প্রয়োজনীয় গুণগত উপকরণ নিশ্চিতসহ স্থানীয় বাজারে উপকরণ পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ ব্যাপারে কোম্পানি প্রতিনিধি স্থানীয় ডিলারদের মাধ্যমে গুণগত মানের উপকরণ সরবরাহ নিশ্চিত করবেন বলে আশ্বস্ত করেন। এ উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় বগুড়ার ৪ টি উপজেলায় সাড়ে এগারো হাজার কৃষকদের মধ্যে এ প্রকল্পটি টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, টিএমএসএসের প্রতিনিধি, নানা সীড কোম্পানির প্রতিনিধি, নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষক, বাজারজাতকারী, নানা শ্রেণির মানুষ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।