Thursday, মার্চ ২০, ২০২৫

ঢাকায় অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিনের সাথে শীর্ষ এনজিও প্রধানগনের সৌজন্য সাক্ষাৎ

এ ক খান :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এঁর সাথে ঢাকায় ২৬ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে বাংলাদেশের শীর্ষ এনজিও প্রধানগণের সৌজন সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় দেশের অর্থনীতিতে কে কিভাবে ভূমিকা রাখতে পারবে, জাতীয় উৎপাদন, সম্পদ, অর্থ বৃদ্ধির মাধ্যমে আয় বৃদ্ধি, সেই সাথে সরকারকে বেশি বেশি সহযোগিতা করতে আলোচনায় জোর পরামর্শ দেওয়া হয়। আলোচনায় এনজিও প্রধানগণ করের আওতা বৃদ্ধি করে আরোপিত কর হ্রাস করার প্রস্তাব করেন। এ ছাড়াও আলোচনায় ব্যাংক সুদের হার প্রায় দ্বিগুণ হওয়ার পরও সেই টাকা দ্বারা তৃণমূল পর্যায়ে বহু পূর্বের নির্ধারিত সুদ হারে আইজিএ উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ নিয়ে কোনো কোনো মহলের অযৌক্তিক সমালোচনা বন্ধের প্রস্তাব করা হয়। পাশাপাশি  এম আর এ আইন সংশোধন করে এম এফ আই-এর কাজের পরিধি বহুমুখী করণ করা ও বড় করার প্রস্তাব পেশ করা হয়। আলোচনায় উক্ত প্রস্তাবনসহ নানা দিক নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিন আহমেদ সকলের প্রস্তাব মনোযোগ ও ধৈর্য সহকারে শোনেন এবং তা বাস্তবায়নের চেষ্টা করার আশ্বাস দেন। আলোচনায় অংশ নেন দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম সহ দেশের শীর্ষ স্থানীয় পযার্য়ের এনজিও প্রধানগন। আলোচনায় অর্থ মন্ত্রনলয়ের উর্ধ্বতন কর্মকর্তা, দেশের শীর্ষ পযার্য়ের স্থানীয় এনজিও প্রধান, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ডক্টর হোসনে-আরা বেগম অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন সহ উক্ত প্রতিষ্ঠানের উর্ধ্বতনদের বগুড়ার টিএমএসএসের ফাউন্ডেশন অফিস, ফাইভ স্টার হোটেল মমইন ও টিএমএসএসের নানা কার্যক্রম পরিদর্শনের আহবান জানালে তিনি কোন বিশেষ সময়ে বগুড়া টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করার সম্মতি জানান। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর