এ কে খান :
পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন বলেছেন, সমাজের উচ্চ পদস্থ ও কোটি পতি হয়েও যদি তার সন্তানরা মানুষের মত মানুষ না হয়, তাহলে তাদের চেয়ে যারা ছোট্ট ব্যবসা বানিজ্য ও চাকুরি করে তাদের সন্তানকে মানুষের মত মানুষ করতে পেরেছেন তাদের প্রতি আমার সবচেয়ে বেশি শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। এজন্য অত্র প্রতিষ্ঠানের অফিস সহায়ক আফজালের প্রতিও আমার দুর্বলতা, ভালোবাসা ও গভীর শ্রদ্ধাবোধ রয়েছে। কেননা সে তার সন্তানদেরকে মানুষের মত মানুষ করতে পেরেছেন। বুধবার দুপুরে প্রতিষ্ঠানের অফিস সহায়ক আফজাল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপযুক্ত কথাগুলো বলেন। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অফিস সহায়কের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য দেন কলেজ শাখার জ্যৈষ্ঠ প্রভাষক আব্দুল মজিদ, আব্দুল আলিম , সাংবাদিক অধ্যাপক এস এম মাহবুব আলম, মিজানুর রহমান খোকন, বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক আব্দুল মুন্নাফ, জহুরুল ইসলাম, শিক্ষক বিউটি খাতুন, সহকারী শিক্ষক আলী হাসান, শরীর র্চ্চা শিক্ষক খলিলুর রহমান ও অফিস সহকারী রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন। বিকেল ৪ টায় তাকে গাড়ী যোগে প্রতিষ্ঠান থেকে হাকিমপুরস্থ তার বাড়ীতে পৌছায়ে দেয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিদায়ী অফিস সহায়ক আফজাল হোসেন দীর্ঘ ৪০ বছর একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আজ ৩১ অক্টোবর তার ৬০ বছর পুর্ন হলো। ৩০ অক্টোবর তার শেষ অফিস ছিলো। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক। তার বড় ছেলে ব্যাংক কর্মকর্তা, ২য় ছেলে ইঞ্জিনিয়ার ও ছোট ছেলে কোরআনে হাফেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সিনিয়র শিক্ষক রোকনুজ্জামান রতন মাস্টার।