Thursday, মার্চ ২০, ২০২৫

ঢাকার শেরাটন হোটেলে তুরস্কের জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এ কে খান :

বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ তুরস্কের ‘National Day Reception of the Republic of Turkiya’ ইভেন্ট
উপলক্ষে ২৯অক্টোবর ঢাকার হোটেল শেরাটনের বলরুমে বাংলাদেশস্থ তুরস্ক এ্যাম্বাসীর জাকজোঁমক পূর্ণ আয়োজনে জাতীয় পর্যায়ের সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়েছে। National Day Reception of the Republic of Turkiya এর দিবস সংক্রান্ত বৈশিষ্ট্যপূর্ণ বক্তব্য দেন  বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও তুরস্কের  এ্যাম্বাসেডর Ramis Sen প্রমুখ। এ্যাম্বাসেডর বলেন তুরস্কের এ্যাম্বাসী কর্তৃক বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভেন্টিলেটর সহ বিভিন্ন মেডিকেল মেশিনারিজ ও ইক্যুপমেন্ট অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। এছাড়াও তুরস্কের প্রতিষ্ঠান TIKA এর মাধ্যমে গ্রীন হাউজ সহ বিভিন্ন প্রকল্পে ফান্ডিং করে থাকে। এ সময় উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসেনে আরা বেগম ও টিএমএসএসের সেক্টর প্রধান ড. নিগার সুলতানা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন। ড.হোসনে আরা বেগম টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো তুলে ধরেন। মতবিনিময় শেষে বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি প্রধান, জাতি সংঘের উর্ধ্বতন প্রতিনিধিগনদের বগুড়ার টিএমএসএসের ফাউন্ডেশন অফিস ও টিএমএসএসের কার্যক্রম পরিদর্শনের আহবান জানালে তাঁরা কোন বিশেষ সময়ে বগুড়ার টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করার সম্মতি জানান। এ সময় বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, আন্তর্জাতিক পর্যায়ের পরিচিত ব্যাক্তি, উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর