এ কে খান :
ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মাদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম। সৌজন্য সাক্ষাৎ কালে উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যম সৌহার্দ পূণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় ড.হোসনে-আরা বেগম বলেন, বাংলাদেশের প্রথম ও শীর্ষ সারির এনজিও যা মূলত শিশু ও নারী উন্নয়ন, মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে স্বনির্ভর আদলে জন্ম হয়ে অব্যহৃত সম্পদ, বেকার জনগণের দ্বারা ব্যবহার করে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের কর্ম এরিয়া বৃহত্তর বগুড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন সামাজিক বাণিজ্যের উদ্ভাবক, বাংলাদেশের একমাত্র নবেল লরিয়েট যিনি তাঁর প্রতিষ্ঠান থেকে দুইজন ঋণ কার্যক্রমে বিশেষজ্ঞ ব্যক্তিত্বকে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের সম্ভাবনা অনুভব করে লিয়েনে ন্যস্ত করাসহ টিএমএসএস-কে বহুমুখী পৃষ্ঠপোষকতা দান করে আসছেন। তিনি বর্তমান বাংলাদেশের সরকার প্রধান।
মাননীয় প্রধান উপদেষ্টার ঢাকার বাস ভবন যমুনায় ২৯অক্টোবর সন্ধ্যায় ডেকে হোসনে আরা বেগমের নিকট জানতে চাইলেন, তুমি কেমন আছো, বিশাল টিএমএসএস কেমন চলছে, বাংলাদেশ কেমন চলছে ও কি করা দরকার ইত্যাদি। প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তরে ড.হোসনে আরা বেগম বলেন, যতো কষ্ট ক্লেশ হোক না কেন, আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আপনার প্রবর্তিত টিএমএসএসের সামাজিক বাণিজ্য মালিকানাধীন লভ্যাংশ ভোগী বাণিজ্যের সাথে সমআইনে ভ্যাট-ট্যাক্সের আওতায় থেকে সামাজিক বাণিজ্যের সুফল লক্ষিত জনগোষ্ঠী ভোগ করতে পারছে না। নারী উদ্যোক্তাদের জন্য নীতি সহায়তা ও অর্থ সহায়তা সাবলীল নয়। অনুন্নয়ন অঞ্চল, উন্নত অঞ্চলের জন্য সুযোগ ও শাসন সমহারে থাকায় অনুন্নত অঞ্চলের মানুষ সুযোগ গ্রহণে অসামর্থ। নদী-নালা, খাল বিল ও গাড়ির কচুরিপানা, কিচেনের পচনশীল বর্জ্যের দ্বারা জৈব সার প্রস্তুত করে সার রপ্তানি কমিয়ে দিয়ে প্রস্তুতকারীদেরকে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না, ব্যাংক-এনজিও লিংকেজ লোন ও MFI-গণকে মেয়াদি আমানত সংগ্রহ করার উন্মুক্ত অনুমতি নাই। ফলে আন ব্যাংক অর্থ ঘরে ঘরে অলস থাকছে। মাইক্রো অর্থনীতি জোরদার করলে মেজো, মেগা ও সুপার মেগা অর্থনীতি জোরদার হবে, গরিবী অবস্থা যাদু ঘরে যাবে ইত্যাদি। উপযুক্ত বিষয়গুলি মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড.হোসনে-আরা বেগম। এ সময় বিস্তারিত বিষয়গুলো উৎসুক ও আনন্দচিত্তে গভীর মনোযোগ দিয়ে শুনে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সেগুলো বাস্তবায়ন করার অভিপ্রায় ব্যক্ত করেন ।
আলোচনা শেষে টিএমএসএসের নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনুসকে বগুড়ায় টিএমএসএসের ফাউন্ডেশন অফিস ও টিএমএসএসের কার্যক্রম পরিদর্শনের আহবান জানালে তিনি কোন এক বিশেষ সময়ে বগুড়ার টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করার সম্মতি জানান। পরিশেষে টিএমএসএসে নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম মাননীয় প্রধান উপদেষ্টাকে টিএমএসএসের প্রকাশনা ও প্রস্তাবনা সম্বলিত একটি পুস্তক হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, ব্যক্তিগত সহকারী ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।