এ কে খান :
বিশ্ব ব্যাংকের অর্থানুকূলে Accelerating and Strengthening Skills for Economic Transformation প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এখতিয়ারাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরে বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজ ও টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউটের উন্নয়ন তথা আধুনিক প্রযুক্তি উৎকর্ষ সাধনের নিমিত্তে প্রতিষ্ঠান দুটিতে ৪কোটি ও ২কোটি টাকা অনুদানের ব্যয় বিধান, শর্ত ও বৈশিষ্ট্য ইত্যাদি প্রতিপালন সংক্রান্ত চুক্তিনামায় স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্বাক্ষর অনুষ্ঠান দুইটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ শ্রীমতি রীতা রানী পাল ও অধ্যক্ষ, জি.আর.এম. মাসুদ রানাকে সাথে নিয়ে বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম সরকারি কর্তৃপক্ষের সহিত চুক্তি স্বাক্ষরের জন্য ঢাকার আগারগাঁওস্থ কারিগরি অধিদপ্তর ভবনে উপস্থিত হন। তিনি সেখানে উপস্থিত হলে নানা দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে অবস্থানরত সরকার নিয়ন্ত্রণে শত শত জনবল দীর্ঘ ৫১-৫৩ মাস যাবৎ বেতন না পেয়ে তাদের অবর্ণনীয় দুঃখ-কষ্টের কথা ড.হোসনে আরা বেগমকে শুনাচ্ছেন। ড.হোসনে আরা বেগম উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, সরকারি অস্থায়ী প্রকল্পে জনবল নিয়োজিত করার ক্ষেত্রে সরকার কর্তৃক জনবল নিয়োজিত না করে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রাইভেট কোম্পানীর মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োজিত করলে এই জটিল সমস্যার উদ্ভব হতো না। জনবলগণও অযথা আশ্বাসে থাকতো না, তাদের আর্থিক পারিবারিক পরিকল্পনায় বাস্তবতা থাকতো। তিনি উপস্থিত সকলকে ধৈর্য ধারণ করার জন্য আহবান জানান। এ সময় অস্থায়ী প্রকল্পে নিয়োজিত ব্যক্তি, নানা শ্রেণির মানুষ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।