Thursday, মার্চ ২০, ২০২৫

ঢাকায় হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হস্তান্তর

এ কে খান :

ঢাকার উত্তরার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উত্তরার আর্মড পু‌লিশ ব‌্যাটা‌লিয়ন-১ এর সাইবার ক্রাইম শাখা কর্তৃক উদ্ধার করা হয়েছে। এ সকল উদ্ধারকৃত বি‌ভিন্ন ম‌ডে‌লের তিন‌টি মোবাইল ফোন প্রকৃত মোবাইল ফোন মালিকদেরকে ফেরৎ প্রদান করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন এপিবিএন-১ এর অ‌ধিনায়ক অ‌তি‌রিক্ত ডিআইজি মোঃ আব্দুল ল‌তিফ। উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অফিস কার্যালয়ে ২৮ অক্টোবর মোবাইলগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। মোবাইল হস্তান্তরের সময় উপ‌স্থিত ছি‌লেন সহ-অ‌ধিনায়ক পু‌লিশ সুপার শাহ‌রিয়ার আল মামুন। এ সকল মোবাইল উদ্ধার ও হস্তান্তর প্রক্রিয়ায় সার্বিক সহায়তা করেন সাইবার ক্রাইম এন্ড এনালাইসিস শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ আব্দুল বাতেন খান। মোবাইল মালিকগণ তাদের হারা‌নো মোবাইল দ্রুত সম‌য়ে ফেরত পে‌য়ে সাইবার ক্রাইম শাখার কর্মকর্তাদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ ক‌রেন। তারা এপিবিএন-১ এ কর্মরত অধিনায়কসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর