Friday, April 18, 2025

পাবনায় সাংস্কৃতিক সংসদ কর্তৃক বৈসম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল সাঃ ও নাত সন্ধ্যা অনুষ্ঠিত

এ কে খান :

পাবনার সাংস্কৃতিক সংসদের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী সাঃ উপলক্ষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল সাঃ এর অবদান শীর্ষক আলোচনা ও নাত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর পাবনা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়। পাবনা সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কবি নোমান মোশাররফের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনার সাঁথিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড.  মোহম্মাদ ইদ্রিস। প্রবন্ধের উপরে প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ আলোচক হিসেবে  আলোচনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুসাদের ডিন প্রফেসর ড. খালেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন পাবনার সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা প্রিন্সিপাল ইকবাল হোসাইন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি উপাধ্যক্ষ  আব্দুল লতিফ ও পাবনা সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ রকিব উদ্দিন প্রমূখ। সেমিনারে বক্তারা বলেন, রাসূল সাঃ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল সাঃ এর বিকল্প আজও হয়নি আগামীতেও হবে না। তিনি সাম্যতার মাধ্যমে মদিনায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তা পৃথিবীতে আজও বিরল। সমাজে অসমতা ভরে গেছে, নানা ধরনের বৈষম্য শিকার আজ মানবতা। বর্তমানে রাসূল সাঃ এর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার আজ সময়ের দাবি। রাসূল সাঃ এর নির্দেশনা অনুযায়ী সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করে যেতে হবে। সম্মিলিত চেষ্টার মাধ্যমে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা শেষে সিরাতের উপর নানান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে নাতে রাসুল পরিবেশিত হয়। সেমিনারে নানা পেশার মানুষ, বহু গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক সংসদের সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন পাবনা সাংস্কৃতিক সংসদের সহসভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর