এ কে খান :
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লক্ষি কোল আদর্শ যুব সংঘের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় একেএম ফজলুল হক কে নিজ গ্রামে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাবনার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শুদ্ধাচার পুরষ্কারপ্রাপ্ত ন্যায় নিষ্ঠাবন, সৎ, ও চৌকস বিসিএস কর্মকর্তা একেএম ফজলুল হক আদর্শ যুব সংঘে পৌছালে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। শনিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজ গ্রাম সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লক্ষিকোলে অবস্থিত সামাজিক সংগঠন “লক্ষীকোল আদর্শ যুব সংঘ” কর্তৃক এই সংবর্ধনার আয়োজন করা হয়। যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত লক্ষিকোল গ্রামের কৃতি সন্তান একেএম ফজলুল হককে গ্রামবাসীদের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেস্ট প্রদান করেন। এ সময় তিনি আবেগ আপ্লূত হয়ে পড়েন। অনুষ্ঠানে সংবর্ধিত যুগ্ম সচিব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক এলাকার সার্বিক উন্নয়নে তিনি প্রশাসনিক ও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। এ উপলক্ষে তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি এলাকার সকল ধর্মীয় ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। লক্ষীকোল আদর্শ যুব সংঘের সভাপতি মাওলানা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সেক্রেটারি সাইফুল ইসলাম, যুব সংঘের সদস্য আলহাজ্ব আইয়ুব আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান খান ও সংঘের সদস্য মাওলানা রবিউল ইসলাম সুরুজ প্রমুখ। লক্ষিকোল গ্রামে ২০২১ সালে প্রতিষ্ঠিত এই যুব সংঘ সমাজের নানা ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষার প্রসার, অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক ও শিক্ষা উপকরণের মাধ্যমে সহযোগিতা, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ, বন্যার্থদের সহযোগিতা, দরিদ্র ব্যক্তির চিকিৎসা সাহায্য সহ বহুমুখী সমাজ সেবামূলক ও জনহিতকর কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে ধর্মীয়, মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে সমাজের কল্যাণকর কাজে আত্মনিয়োগ করতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বক্তারা বলেন এই লক্ষ্যে উক্ত সংঘের উদ্যোগে অল্প সময়ের মধ্যে এই এলাকায় একটি ইসলামী পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। বক্তারা এমন মহৎ কাজে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে এলাকার নানা শ্রেণির মানুষ, বহু গন্যমান্য ব্যক্তিবর্গ, যুব সংঘের সদস্য, অবসর প্রাপ্ত শিক্ষক, এলাকার শতাধিক ছাত্র ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।