Friday, অক্টোবর ১১, ২০২৪

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

এ কে খান :

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পাবনা দারুল আমান ট্রাস্টের মাসজিদ আত-তাকওযয়ায় ২৬ সেপ্টেম্বর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা  আব্দুল লতিফ ও মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মোঃ আশরাফুল আলম হেলাল প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন দারুন আমান ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য মাওলানা আব্দুর রউফ আনসারী, পাবনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আশরাফ  প্রামানিক, দৈনিক নয়া দিগন্তের পাবনা প্রতিনিধি এসএম  আলাউদ্দিন ও এসএ টেলিভিশনের পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম প্রমূখ। সিরাতুন্নবী সাল্লাল্লাহু সালাম উপলক্ষে সপ্তাহব্যাপী হামদ, নাত, কেরাত, গজল,কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, নানা শ্রেণির মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফ।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর