এ কে খান :
পবিত্র আশুরার দিন পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বকশিপুর গ্রামের মরহুম আব্দুল আজিজের স্ত্রী মোছাঃ আনোয়ারা খাতুন কে ঘর নির্মানের জন্য ৫০ হাজার টাকা দান করলেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি সমাজের সামর্থবান প্রতিটি মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান। বুধবার ১৭ জুলাই পাবনার রাজাপুরে মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেড কার্যালয়ের ফরিদা টাওয়ারে দরিদ্র, অসহায় বিধবা মোছাঃ আনোয়ারা খাতুন এর হাতে দানের অর্থ তুলে দেন। অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস এর কাছ থেকে এ দানের অর্থ পেয়ে আনোয়ারা খাতুন অভিভূত হন এবং তাঁর ও পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেন। এ সময় অন্যদের মধ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক আঃ খালেক খান পিভিএম, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক প্রশাসন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান শিপুল বিশ্বাস, পরিচালক বুয়েটের শিক্ষার্থী মোঃ নীল বিশ্বাস, রিয়েল এস্টেটের প্রধান প্রকৌশলী নূর মোহাম্মদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার দীপু বিশ্বাস, সাইট ম্যানেজার মোঃ জাকির হোসেন ও হোস্টেল সুপার সাদিয়া আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। অর্থ বিতরণের আগে অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব বিশ্বাস বলেন, তিনি তাঁর সামর্থ অনুযায়ী দান করছেন। এটা মানব সেবার জন্য। আল্লাহর সন্তুষ্টি ও মানুষের দোয়া পাওয়া ছাড়া তাঁর কোন চাওয়া পাওয়ার নেই। তিনি আশা করেন সমাজের প্রতিটি সামর্থবান মানুষ যেন তাদের সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ান। এতে একটি সুখি কল্যাণময় সমাজ গড়ে উঠতে পারে। তিনি জানান, তার জীবনের স্বপ্ন পাবনাতে একটি বে-সরকারি বিশ্ববিদ্যালয় গড়া। এজন্য তিনি প্রয়োজনীয় সব অবকাঠামো গড়েছেন। তিনি সবার কাছে এর সাফল্য কামনা করেন।