Thursday, মার্চ ২০, ২০২৫

ছারছীনার পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক

ঢাকা, বুধবার, (১৭ জুলাই  ২০২৪)
ছারছীনা দরবার শরীফের পীর, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার আমির, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের প্রধান পৃষ্ঠপোষক  ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

আজ এক শোকবার্তায় ধর্মমন্ত্রী প্রয়াত হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, তিনি গতকাল মঙ্গলবার রাত ২ টা ১১ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর