এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত নাটোর জোন কর্তৃক আয়োজিত, নাটোর জোনের সকল এরিয়ার, সকল শাখার মাঠ কর্মীদের ত্রৈমাসিক কর্মী কর্মশালা ১২জুলাই শুক্রবার নাটোর ডোমেইন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় নাটোর জোনের, জোন প্রধান এএসএম আরিফুল বাশার কর্মশালায় সভাপতিত্ব করেন। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানানোর পাশাপাশি স্বাগত বক্তব্য দেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠকর্মীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। সভায় সংস্থার মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি বিষয়ের উপর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল মাঠ কর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। তিনি নাটোর জোনের কার্য অগ্রগতি আলোচনা করার পাশাপাশি নতুন,নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি ২০২৩ -২০২৪ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও ২০২৪-২০২৫ অর্থ বছরের পরিকল্পনা প্রনয়ণ, বাস্তবায়ন ও টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি সহকারি ডোমেইন প্রধান মীর মতিউর রহমান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। সারা দিন ব্যাপী কর্মশালায় সংস্থার মাঠ পর্যায়ের সকল এরিয়ার এরিয়া প্রধানগন যথাক্রমে নাটোর সদর এরিয়া প্রধান মোঃ আতিকুর রহমান, গুরুদাসপুর এরিয়া প্রধান মোঃ মনিরুল ইসলাম, আব্দুলপুর এরিয়া প্রধান মোঃ দুলাল হোসেন ও সিংড়া এরিয়া প্রধান মোঃ হারুনর রশীদ প্রমুখ নিজ নিজ এরিয়ার নানা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অন্যদের মধ্যে কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা মোঃ জিয়াউল হক বক্তব্য দেন। কর্মশালায় নাটোর জোনের, ৪টি এরিয়ার ২১টি শাখার ১১৭ জন মাঠকর্মী কর্মশালায় অংশ নেয়।কর্মশালাশ মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন, নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।ত্রৈমাসিক কর্মশালায় ২০২৪- ২০২৫ অর্থ বছরের কর্মসূচির প্রনয়ণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নিক আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।