এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের হেম অপারেশন-১১ নাটোর ডোমেইন কর্তৃক আয়োজিত জোন প্রধান, অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের সমন্বয়ে ২০২৪-২৫ অর্থ বছরের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত ও ত্রৈমাসিক কার্য অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর কানাইখালি সাহারা প্লাজা কমিউনিটি সেন্টারে ৭ জুলাই রবিবার এ সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএসের নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান। সভায় প্রধান আলোচক ছিলেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। অন্যদের মধ্যে টিএমএসএসের পরিচালক অর্থ মোঃ আবুল বাশার, আইটি এন্ড জিজি পরিচালক মোঃ মাহবুবুর রহমান, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম, টার্স ফোর্সের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব ও পরিচালক এফ এফ মোঃ মওদুদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। নাটোর ডোমেইন নিয়ন্ত্রিত কর্মসূচির মাঠ পর্যায়ের ২০২৩-২৪ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও ২০২৪-২৫ অর্থ বছরের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় নতুন, নতুন কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও প্রকল্প নির্ধারন করে কার্যক্রম পরিচালানার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করার পাশাপাশি টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তাঁরা মাঠ কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। বক্তারা তৃর্ণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন। তারা টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি দেশের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বক্তারা নাটোর ডোমেইনের শাখা গুলোতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে এগিয়ে যাওয়ার কলাকৌশল নির্ধারণ করে মডেল শাখা চালুর উপর আলোচনা করেন। সকল শাখায় সঞ্চয় সংগ্রহের কার্যক্রম চালানো, ক্ষুদ্র উদ্যোগ, অগ্রসর বৃদ্ধি করা ও আত্মসাৎ জিরো টলারেন্স নীতি গ্রহণ ও বকেয়া হ্রাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় নাটোর ডোমেইনের আওতাধীন জোন প্রধান, অঞ্চল প্রধান ও শাখা প্রধানগন অংশ নেয়। পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত সভায় সংস্থার বিভিন্ন কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থার মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় নাটোর ডোমেইনের মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। নাটোর ডোমেইনের সার্বিক কর্মপরিকল্পনা ও কার্যক্রমে উর্ধ্বতন কর্মকর্তাগন সন্তোষ প্রকাশ করার পাশাপাশি নাটোর ডোমেইন সারা দেশের মধ্যে শীর্ষ স্থান অর্জন করার পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএসের নাটোর ডোমেইনের, সহকারী ডোমেইন প্রধান মীর মতিউর রহমান। সভায় ৪টি জোন নাটোর, পুঠিয়া, পাবনা ও চাটমোহর জোনের, জোন প্রধানগন যথাক্রমে এএসএম আরিফুল বাশার, মোঃ সরোয়ার জাহান, মোঃ সাইদুর রহমান ও মোঃ ইউনুস আলী সহ ১৬ জন অঞ্চল প্রধান ও ৭৭ জন শাখা প্রধান অংশ নেয়।