বগুড়ায় এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালকের টিএমএসএস কার্যক্রম পরিদর্শন
এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতালসহ টিএমএসএস পরিচালিত নানা কার্যক্রম পরিদর্শন করেন এনজিও বিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান। তিনি ৭ জুলাই রবিবার সকালে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ কার্যালয়ে পৌঁছালে তাঁকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় টিএমএসএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান। তিনি বলেন টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত মেডিক্যাল কলেজ সমগ্র দেশের ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে অন্যতম চিকিৎসা মহাবিদ্যালয় হিসাবে স্বীকৃত। তিনি আরও বলেন এ মেডিক্যালে ১ হাজার শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট ক্যান্সার চিকিৎসা সেবা পরিচালিত হয়। হাসপাতালের অত্যাধুনিক সেবা সম্প্রসারণ হিসাবে ক্যাথল্যাবে ২টি সফল এনজিওগ্রাম চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তৃর্ণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানের নানা সামাজিক কার্যক্রম দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা কথা তিনি বলেন। মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিঃ জেঃ অবঃ ডাঃ মোঃ জামিলুর রহমান বলেন টিএমএসএস পরিচালিত হাসপাতালগুলো, পরিকল্পিত কিডনি সেন্টার, মেটারনিটি স্পেশালাইজড হাসপাতাল, প্রতিবন্ধী, অটিজম নিরাময় কেন্দ্র ও পুনর্বাসন সেন্টারের মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হচ্ছে। এনজিও বিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান বলেন টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতাল একটি সমৃদ্ধ প্রতিষ্ঠান। এ অঞ্চলে এই প্রতিষ্ঠানকে সেবার সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। তিনি বলেন ক্যান্সার চিকিৎসার মাধ্যমে টিএমএসএস যে সেবা দিচ্ছে তা সবার জন্য কিভাবে বরও সহজলভ্য হয় সে বিষয়ে ভাবতে হবে। তিনি টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতাল ও টিএমএসএসের নানা কার্যক্রম পরিদর্শন শেষে চিকিৎসকসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপযুক্ত কথাগুলি বলেন। তিনি করোনা কালীন সময়ে স্বাস্থ্য সেবা দিয়ে সহায়তা করার জন্য ও টিএমএসএস পরিচালিত নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন টিএমএসএস যেভাবে সারা দেশে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে তা সত্যিকার অর্থে প্রশংসনীয়। তিনি টিএমএসএসের মাধ্যমে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম গুলো আরো গতিশীল ও বেগবান করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। টিএমএসএসের সকল ভালো কাজে এনজিও বিষয়ক ব্যুরো সবসময় পাশে থেকে সর্বাত্বক সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আলোচনায় টিএমএসএস মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, পরিচালক অর্থ-১ নাসিরুন্নবী, উপপরিচালক মোঃ মোমিনুল ইসলাম, সহকারী পরিচালক শাফি পারভেজ, এনজিও বিষয়ক ব্যুরোর উর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ সাইদুর রহমান টিএমএসএস পরিচালিত অটিজম ও প্রতিবন্ধী স্কুল, পূনর্বাসন কেন্দ্র, স্বাস্থ্য ও শিক্ষার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি টিএমএসএস কার্যক্রম পরিদর্শন করায় তাঁকে টিএমএসএসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।