Tuesday, ফেব্রুয়ারী ১৮, ২০২৫

ভারত থেকে ডক্টর হোসনে আরা বেগম এর প্রতিক্রিয়া ব্যক্ত–

যেকোনো ইস্যুতেই হোক না কেন যখনই দিল্লীতে আসি ভারতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত (His Excellency High Commissioner of Bangladesh to India) এর সঙ্গে সামান্য সময় নিয়ে হলেও সাক্ষাৎ করতে দারুণ ইচ্ছে হয়। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের স্তর, অবস্থান নিয়ে আলোচনা করতে আগ্রহ হয়। এবার সফর সঙ্গী আমার স্বামী আলহাজ্ব প্রফেসর মোঃ আনছার আলী তালুকদার দিল্লীতে এসে ডিপ্লোমেটিক এরিয়ায় চাণক্যপুরীতে যাওয়ার তোড়জোড় দেখে আমার প্রতি দারুণ বিব্রত, তাঁর কথা  টিএমএসএস কে সবার সঙ্গে, বাংলাদেশ সরকারের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে সম্পর্কের স্তর নির্ণয় করা, সম্পর্ক মেরামত করাতে গুরুত্ব না দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের প্রতি প্রলুব্ধ হওয়া সাজে না, মানায় না। দেশের উত্তর জনপদের বগুড়া জেলার একটি গ্রামে পাঁচতারা হোটেল করে হোটেল অবকাঠামোতে ইন্ডিয়ান ভিসা সেন্টার করে প্রায়শই ভারতীয় রাষ্ট্রদূত, ডিপ্লোমেটগণের সহিত সম্পর্ক উন্নয়নের আগ্রহ দেখেছি। সম্পর্ক উন্নয়নের জন্য পক্ষগণের সমহারে জয়জয়কার অবস্থা আবশ্যক। মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সাহেবের সহিত, উপ-রাষ্ট্রদূত মোহাম্মদ নূরুল ইসলাম এর সহিত ঘন্টাভর আলোচনা করে বাংলাদেশের দূর ভবিষ্যৎ যেন দারুণ ভালো হয়, সেই নিবেদন করেছি। আমার সাথে উপস্থিতি ছিলেন টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম ও আমার একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর