Friday, April 18, 2025

ডক্টর আমিনুল ইসলামের শয্যা পাশে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম

এ কে খান :

উত্তর জন পদের কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রপথিক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, বর্তমান যুগের আলোকবর্তিকা, বগুড়ার অহংকার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বহু প্রতিভার অধিকারী, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসেন আরা বেগম অসুস্থ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রখ্যাত ফিজিসিস্ট টিএমএসএস ক্যান্সার হাসপাতালের উপদেষ্টা প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলামকে দেখতে তার শয্যা পাশে যান। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ডক্টর এম আমিনুল ইসলামকে দেখতে তাঁর শয্যা পাশে পৌঁছালে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় ডক্টর হোসনে আরা বেগম বলেন ডক্টর এম আমিনুল ইসলাম অত্যন্ত মেধাবী ও টিএমএসএসের হিতাকাঙ্ক্ষী ছিলেন। তিনি শিক্ষা জীবন থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী মানুষ হিসেবে খ্যাত। এই কৃতি শিক্ষাবিদ তাঁর জীবন কাল ব্যাপী শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি সামাজিক, মানবিক তথা বহু জনকল্যাণ মূলক কার্যক্রম ও টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে অংশ গ্রহণ করেছেন। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম অসুস্থ টিএমএসএসের একজন হিতাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব ডক্টর এম আমিনুল ইসলাম কে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে ও ধৈর্য ধারণ করার আহবান জানান। তিনি বলেন ডক্টর ইসলাম সর্বদা শিক্ষাদানের পাশাপাশি নানা সামাজিক কার্যক্রমে যথেষ্ট ভূমিকা রেখেছেন। তিনি টিএমএসএসের হিতাকাঙ্ক্ষী হিসাবে টিএমএসএস-কে নানা দিক নির্দেশনা, গঠনমূলক সমালোচনা করে সংস্থাকে ত্রুটিমুক্ত করণে নিঃস্বার্থ ভূমিকা রেখেছেন। তাঁর দুরারোগ্য শয্যা পার্শ্বে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর মাধ্যমে তিনি নিজের রোগ মুক্তির নিমিত্তে সকলের নিকট দোয়া কামনা করেন। অসুস্থ এই কৃতি শিক্ষাবিদ এর শয্যা পার্শ্বে তাঁর পরিবারের সদস্যরাও সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় টিএমএসএসের সাবেক কোষাধ্যক্ষ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলামকে তাঁকে দেখতে যাওয়ার জন্য অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর