Sunday, নভেম্বর ১০, ২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাক্ষাৎ

এ কে খান :

বাংলাদেশের উত্তর জনপদ তথা দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জৈষ্ঠ্যতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসাবে স্থাপিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত ও দায়িত্বে নিয়োজিত থাকা উপাচার্য প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান, পৃষ্ঠপোষক সংস্থা টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম ৬ জুন বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতির সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সৌজন্য সাক্ষাৎতে পরস্পরের মধ্যে ব্যক্তিগত খোঁজ খবর বিনিময় করেন। এ মতবিনিময়ে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির মহোদয়ের সানুগ্রহ ও সহানুভূতির দ্বারা কী কী করতে পারবেন ও কী কী করবেন ইত্যাদি বিষয় নিয়ে উভয়ের মধ্যে নাতিদীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।তাঁরা পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু চেয়ার ডিগনেফিকেশনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে প্রখ্যাত পণ্ডিত ব্যক্তিবর্গকে স্বীকৃতি ও সম্মানিত করার আলোচনা শেষে আগামী বছর ফ্রেব্রুয়ারি ২০২৫ সালের মধ্যে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় রাস্ট্রপতি মহোদয় এর দপ্তরের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা, মিডিয়া প্রতিনিধি ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর