Wednesday, জুন ১৯, ২০২৪

বগুড়ায় টিএমএসএস আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক আয়োজিত ১ জুন শনিবার সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা  মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোঃ সিরাজুল ইসলামের সৌজন্যে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস পরিচালিত ডক্টর এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির আয়োজনে টিএমএসএস পরিচালিত বগুড়ায় টিএমএসএস মমইন বিনোদন জগতে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষা বিষয়ক ও শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা  বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বর্তমান সরকারের গৃহীত নানা উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন বর্তমান সরকার শিক্ষা সম্প্রসারণ ও উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন সরকার দেশের সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করার পদক্ষেপ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাকের পরিচালক ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানান। এমন অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে পরিপূর্ণ ভাবে সাফল্য মন্ডিত করার জন্য অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ডক্টর হোসনে আরা বেগম তার বক্তব্যে টিএমএসএস প্রতিষ্ঠার ইতিকথা ও সারা দেশ ব্যাপী টিএমএসএস পরিচালিত বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণ সম্পর্কে অতিথিদের অবহিত করেন। অতিরিক্ত সচিব ডক্টর মোঃ সিরাজুল ইসলাম টিএমএসএসের এমন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি টিএমএসএসের সকল কার্যক্রমকে আরো জোরদার করার আহবান জানান। অনুষ্ঠানে বিসিএল গ্রুপের এমডি টিএম আলী হায়দার, উপদেষ্টা আয়শা বেগম, উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান প্রমুখ বক্তব্য দেন। অন্যদের মধ্যে পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম, জিজি এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবুর রহমান, বগুড়া ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম, সাগর কুমার বড়ুয়া, উপ-পরিচালক মোঃ মোমিনুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ, বিসিএল গ্রুপের কর্মকর্তা, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণী পেশার মানুষ,গন্যমান্য ব্যক্তিবর্গ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, মোঃ আঃ হান্নান প্রশাসন,  রাজনৈতিক নেতৃবৃন্দ, শত শত দর্শক, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য, এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক গোষ্ঠির পরিবেশনায় বিভিন্ন গান, কৌতুক, অভিনয় সহ নৃত্য অনুষ্ঠিত হয়।  বহু দর্শক সাংস্কৃতিক সন্ধ্যা সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে উপভোগ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোঃ সিরাজুল ইসলাম টিএমএসএস পরিদর্শন করায় অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর