এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের সামার-২০২৩ সেমিস্টারের মাস্টার্স ও বি.এ অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের একাডেমিক পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়েছে। ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ৩১মে শুক্রবার ইউনিভার্সিটির মূল একাডেমিক ভবনের সভা কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ইসতিয়াকুল আলম মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশন মূলক বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থেকে নানা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনে-আরা-বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই ফজলুল, ইউনিভাসিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্ট এম. আতর আলী প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন টিএমএসএস এর উপদেষ্টা সঞ্জন কুমার দাস ও টিএমএসএসের উপদেষ্টা বিওটি সদস্য আয়শা বেগম প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. এফএমএএইচ তাকী। ইসলামিক স্টাডিজ বিভাগের সামার-২০২৩ এর সেমিস্টারে একাডেমিক পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কৃত হন বিএ অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী জান্নাতুল নাঈমা, কাজী রাদ রেদোয়ান, সোনিয়া খাতুন ও মানসুরা আক্তার মীম প্রমুখ। এম এ (২বছর) প্রোগ্রামে পুরস্কৃতরা হলেন মোঃ এনামুল হক, মোঃ সানাউল্লাহ, মোঃ আব্দুল মান্নান এবং মোছাঃ মোহনা খাতুন। এছাড়া ক্লাসে উপস্থিতির ভিত্তিতেও শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন ডক্টর ইমতিয়াজুল আলম মাহফুজ। অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবক, নানা শ্রেণির মানুষ, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।