Friday, April 18, 2025

দয়াল নগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প

বেড়া প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় বি.কে ফাউন্ডেশন এর সহযোগীতায় উপজেলার দয়াল নগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় দুস্হ ও দরিদ্র রোগীদের সেবা দানের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প এর আয়োজন করা হয়। বুধবার ১৭ এপ্রিল লাইব্রেরী চত্বরে ঢালারচর, মাসুমদিয়া, রূপপুর,সাগরকান্দী ইউনিয়নের প্রায় ৩০০ শতজন রোগী দেখেন শাহজাদপুর চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ জুলফিকার আহমেদ রেজা। সভাপতিত্ব করেন আবুল কাশেম প্রামানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দয়াল নগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু সায়েম প্রামানিক। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, লাইব্রেরী ও বি.কে ফাউন্ডেশনের সকল কর্মকতা। সন্ধ্যায় এলাকায় কৃষকদের নিয়ে কিসে আলোচনা পরামর্শ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি পরামর্শ দেন বিশিষ্ট নিরাপদও পরিবেশবান্ধব কৃষিবিদ মিজানুর রহমান তিতু।

উদ্বোধন করেন ডাঃ মুজিবুর রহমান, ফাউন্ডার ডেন্টাজ ন্যাচারাল হেলথ কেয়ার।
স্বাগত বক্তব্য দেন, এম.এ বাতেন খাঁন চেয়ারম্যান বিকে ফাউন্ডেশন ও ব্যবস্থাপনা পরিচালক বিডিডিএল প্রপার্টিজ লিঃ।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর