Friday, অক্টোবর ১১, ২০২৪

২০ হাজার হতদরিদ্র মানুষের মাঝে সংসদ সদস্য ছানুর ঈদ উপহার বিতরণ

  নিজস্ব প্রতিবেদক :শেরপুর সদরের ২০ হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে সংসদ সদস্য ছানু ঈদ উপহার বিতরণ করেছেন। শেরপুর পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের দরিদ্র অসহায়দের মাঝে শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৮ এপ্রিল সদর উপজেলার চরশেরপুর, কামারেরচর ও ভাতশালা ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে ওই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। ওইসময় শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেলিম রেজা, কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন ও আছাদুজ্জামান লেবু, সংসদ সদস্য পুত্র রামিমসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু জেলা সদরের দলীয় নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করেন।এ ব্যাপারে কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু তার নিজস্ব তহবিল থেকে পৌর এলাকাসহ ১৪টি ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষ এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে এক সপ্তাহযাবত ঈদ উপহার বিতরণ করছেন।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর