Friday, April 18, 2025

ইসরায়েলি দখলদারিত্বের আইনী পরিণতি প্রশ্নে শুনানি শুরু করবে জাতিসংঘ আদালত

১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ( ডেস্ক) : জাতিসংঘের শীর্ষ আদালত ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের দখলদারিত্বের আইনি পরিণতি প্রশ্নে সোমবার থেকে শুনানি শুরু করবে। নজিরবিহীন ৫২টি  দেশ এতে সাক্ষ্য দেবে বলে আশা করা হচ্ছে। হেগের শান্তি প্রাসাদে  ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের (আইসিজে) এক সপ্তাহব্যাপী অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ দেশগুলির বিচারকরা বক্তব্য প্রদান করবেন। খবর এএফপি’র।
২০২২ সালের ডিসেম্বরে, জাতিসংঘের সাধারণ পরিষদ “পূর্ব  জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের নীতি ও কর্মকান্ড থেকে উদ্ভূত আইনী পরিণতি” সম্পর্কে আইসিজে’র নিকট থেকে একটি অবাধ্যতামূলক “পরামর্শমূলক মতামত” চায়। আইসিজে’র যে কোনো মতামত বাধ্যতামূলক না হলেও, ৭ অক্টোবর হামাসের নৃশংস হামলার ফলে গাজা যুদ্ধের বিষয়ে ইসরায়েলের উপর আন্তর্জাতিক আইনি চাপ বৃদ্ধির বেড়ে যাওয়ায় এই মতামত চাওয়া হয়। তবে শুনানিগুলি দক্ষিণ আফ্রিকার আনা একটি হাই-প্রোফাইল মামলা থেকে পৃথক। ওই মামলায় অভিযোগ ওঠে যে ইসরাইল বর্তমান গাজা হামলার সময় গণহত্যামূলক কাজ করছে। জানুয়ারিতে আইসিজে’র ওই মামলায় রায়ে বলা হয় গণহত্যা রোধ করতে ও গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে অবশ্যই তার ক্ষমতার মধ্যে সবকিছুই করতে হবে, তবে ওই আদেশে  যুদ্ধবিরতির কথা ছিল না। বাসস

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর