আলাউল হোসেন : জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্বে একদল তরুণের হাতে উঠলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। বিজয়ীদের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর মধ্যে সমাজের উন্নয়ন ক্যাটাগরিতে ‘নপম ফাউন্ডেশন’ এই ইয়ুথ অ্যাওয়ার্ডে ভূষিত হয়। পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন প্রত্যন্ত অঞ্চল সাগরকান্দির একদল তরুণের স্বপ্নভাবনার প্রতিষ্ঠান নপম ফাউন্ডেশন। যার পুর্ববর্তী নাম নব জাগরণ পাঠক মেলা। তরুণ কবি ও গবেষক রেজাউল করিম শেখ স্থানীয় কিছু তরুণকে সাথে নিয়ে প্রায় এক যুগ পূর্বে নপম প্রতিষ্ঠা করে নানারকম সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। (বিস্তারিত আসছে)

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়া ১২টি সংগঠন ছাড়াও ৩শ’টির বেশি সংগঠন নিয়ে ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও তিন লাখের বেশি সদস্য। ২০২২ সালের মে মাসে ইয়াং বাংলার সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।