Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩

বর্তমান সংঘাতে ইসরায়েলের আত্মরক্ষার কোন অধিকার নেই :: জাতিসংঘে রাশিয়া

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি, ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন যে “বর্তমান সংঘাতে ইসরায়েলের আত্মরক্ষার কোন অধিকার নেই” কারণ এটি একটি দখলকারী রাষ্ট্র, কুদস প্রেস রিপোর্ট করেছে।

বুধবার সন্ধ্যায় ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের এক অসাধারণ জরুরি অধিবেশনে নেবেনজিয়া এসব কথা বলেন। তিনি জোর দিয়েছিলেন যে গাজায় স্থল অভিযানের জন্য ইসরায়েলকে নিরঙ্কুশ ম্যান্ডেট দেওয়ার কোনও কর্তৃত্ব জাতিসংঘের নেই।


তিনি মধ্যপ্রাচ্যে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন, সমগ্র অঞ্চলে সংকট ছড়িয়ে পড়া রোধ করতে চেয়ে, একটি কূটনৈতিক সমাধানের পক্ষে।

তদ্ব্যতীত, তিনি উল্লেখ করেছেন, “গাজা উপত্যকায় ইসরায়েল কর্তৃক সংঘটিত আন্তর্জাতিক মানবিক আইনের নির্লজ্জ লঙ্ঘনের প্রতি রাশিয়ান ফেডারেশন চোখ বন্ধ করতে পারে না,” জোর দিয়ে “পুরো আশেপাশের এলাকাগুলিকে মাটিতে ধ্বংস করা হয়েছে।”

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর