বগুড়ায় পিকেএসএফের উপ-মহাব্যবস্থাপকের গাক কার্যক্রম পরিদর্শন
বিশেষ প্রতিনিধি :
বিশ্ব-ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি এর কার্যক্রম পরিদর্শন করেছেন পিকেএসএফ উপ-মহাব্যবস্থাপক ও এসইপি প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন আহম্মদ। বগুড়ার সাবগ্রাম কুরশাপাড়া এলাকায় অবস্থিত জেড এইচ ষ্টার ব্রিকস এন্ড ব্লক লিমিটেড কারখানা ১১ সেপ্টেম্বর পরিদর্শনকালে ফাউন্ড্রি কারখানার সৃষ্ট অব্যবহৃত বর্জ্য হতে পরিবেশ বান্ধব হলো ব্লক, ব্রিকস, পেভমেন্ট টাইলস্ উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষন করেন। এ শিল্পের আগামীর ভবিষ্যৎ ও বাণিজ্যিক বিপননে করণীয় বিষয়ে সার্বিক পরামরর্শ প্রদান করেন। পাশাপাশি বগুড়ার বিসিক শিল্প নগরীতে গাক এসইপি প্রকল্পের উদ্যোগে স্থাপিত মডেল ওয়ার্কশপ মেসার্স আল মদিনা ইঞ্জিনিয়ারিং ও কমন সার্ভিস সেন্টার মেসার্স আল মদিনা মেটাল ওয়ার্কস কারখানা পরিদর্শন করেন। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণ ও আধুনিক মানের কারখানা উন্নীতকরণে উদ্যোক্তা ও প্রকল্পের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। বিশেষ করে সিএনসি মেশিনের মাধ্যমে রপ্তানীযোগ্য কৃষি যন্ত্রাংশ উৎপাদণের জন্য উদ্যোক্তাকে সাধুবাদ জানান। সন্ধ্যায় বগুড়ার বনানীর গাক টাওয়ারের প্রধান কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর খোন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পিকেএসএফ এর উপ-মহাব্যাবস্থাপক গাক এসইপি প্রকল্পের মাঠ পর্যায়ে পরিবেশগত টেকসই অনুশীলণ, কারখানা, শ্রমিকদের উন্নয়ন ও সুন্দর সাবলীল কার্যক্রমের জন্য সংস্থার নির্বাহী পরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের কার্যক্রম টেকসই ও চলমানধারা অব্যাহত রাখতে দিক নির্দেশনা দেন। সভায় অন্যদের মধ্যে পিকেএসএফ এর সহকারি মহাব্যবস্থাপক মোছাঃ উম্মে কুলসুম, সহকারি ব্যবস্থাপক মোহাম্মদ আকরাম হোসেন, গাক’র সিনিয়র পরিচালক ডক্টর মোঃ মাহবুব আলম, পরিচালক এমএফ পঙ্কজ কুমার সরকার, পরিচালক প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা মোঃ হুমায়ুন খালেদ, পরিচালক এসএমএপি মোঃ আবু রায়হান মিয়া, পরিচালক মনিটরিং এন্ড রিভিউ হজকিল মোঃ আবু হাসান, যুগ্ম-পরিচালক অর্থ ও হিসাব মোঃ রাফিউল ইসলাম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী ডকুমেন্টেশন ও কমিউনিকেশন মোঃ জিয়া উদ্দিন সরদার ও প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে গাক’র নির্বাহী পরিচালক সংস্থার পক্ষ হতে পিকেএসএফ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পিকেএসএফের কর্মকর্তাগন সংস্থার সকল কার্যক্রমে সচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সহিত বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।