বগুড়ায় পুলিশ প্লাজা ও টিএমএসএসের হ্যান্ডিক্রাফটস শোরুম উদ্বোধন
বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম বার পিপিএম গত ৯ সেপ্টেম্বর দুপুরে বগুড়া শহরের পুলিশ প্লাজার আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তী পুলিশ প্লাজার দ্বিতীয় তলায় টিএমএসএস পরিচালিত হ্যান্ডিক্রাফটস শোরুমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক, বগুড়ার জেলা পুলিশ সুপার ও বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরির্বতন ও নারী উন্নয়নের অগ্রদূত টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনের আরা বেগম উপস্থিত ছিলেন। পুলিশ প্লাজা ও টিএমএসএসের হ্যান্ডিক্রাফটস শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বগুড়া জেলা পুলিশের কর্মকর্তা,টিএমএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।