এবিসি বার্তা

শুক্রবার ১৩ আশ্বিন ১৪৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৩

সৈয়দ সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

সৈয়দ সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সৈয়দ সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

নাছির হোসাইন : পাবনার বেড়া উপজেলার আমিনপুর সৈয়দ সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৩ কৃতি ছাত্র-ছাত্রীদের (এস.এস.সি/এইচএসসি) সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আমিনপুর থানাধীন নান্দিয়ারা গ্রামের ‘সৈয়দ সামাজিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ সামাজিক ফাউন্ডেশনের সভাপতি রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নগরবাড়িঘাট মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাতেন সেলিম, জাতসাখিনী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক প্রমূখ।
সৈয়দ সামাজিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-পরিচালক মো. রফিকুল ইসলাম ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছো তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধুমাত্র পরীক্ষার উপর ভরসা না করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। মেধার মূল্যায়ন করতে হবে মেধাকে লালন করতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


প্রধান অতিথি আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান বলেন, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া অত্যন্ত শুভ উদ্যোগ। ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। তাদের উদ্যেশে তিনি আরো বলেন, আগামী দিনে দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্বের কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের এগিয়ে যেতে হবে। তাদের জীবনে যাতে একটি লক্ষ্য স্থির থাকে। আর লক্ষ্য স্থির থাকলে জীবনে এগিয়ে যাওয়া অসম্ভব নয়। বিবেকের দিকে যাতে তারা সৎ নিষ্ঠাবান হয়। তাহলে নিজের কাছে জবাবদিহি হতে হবে না।
অনুষ্ঠানে ২০২৩ সালে বেড়া উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের জিপিএ-৫ প্রাপ্ত ৭জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয় এবং মোট ৩৬ জন কৃতি ছাত্র-ছাত্রীদেরকে ক্রেস্ট ও সংবর্ধনা দেয়া হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email