Saturday, এপ্রিল ২০, ২০২৪

বগুড়ায় টিএমএসএস ভেটেরিনারি মেডিসিন ফার্মেসির উদ্বোধন


আঃ খালেক পিভিএম,পাবনা 
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রাণী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গত ২ নভেম্বর  শুক্রবার বগুড়ার নওদাপাড়ায় টিএমএসএস’র উদ্যোগে ভেটেরিনারি মেডিসিন ফার্মেসির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে ভেটেরিনারি মেডিসিন ফার্মেসির উদ্বোধন অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি মেডিসিন কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নয়, সেবার মানসিকতা নিয়ে শুরু করে বিনিময়ে যে অর্থ প্রাপ্তি হয় তা পূর্ণবার বিনিয়োগ করা হয়।তিনি আরো বলেন মানুষকে ঠকিয়ে বেশী অর্থ প্রাপ্তির ইচ্ছা এ প্রতিষ্ঠানের কখনো ছিল না এখনোও নাই।টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বলেন,শতভাগ সততা ও ন্যায় নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া  পরিচালনা করেন টিএমএসএসের রিলিজিয়াস কমপ্লেক্স এর চেয়ারম্যান আব্দুর রহমান পীর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিএমএসএস পরিচালনা পর্ষদের সভানেত্রী মোছাঃ গুলনাহার পারভীন,টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএসের অর্থ পরিচালক মোঃ নাসিরুণ নবী,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক পরিচালক মাহবুবর রহমান,টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ জিআরএম মাসুদ রানা,ডোমেইন প্রধান সাজ্জাদুল বারী সুমন, টিএমএসএস আজীবন সদস্য ও বগুড়া সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট আল-আমিন আকন্দ,টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমীন,প্রাণী চিকিৎসক আতিকুর রহমান,সাবেক কমিশনার ও ফার্ম ব্যবসায়ী হারুন অর রশিদ,ডেইরী ফার্ম ব্যবসায়ী আঃ হালিম ও  আব্দুর রহিম প্রমুখ। আলোচনা শেষে টিএমএসএস ভেটেরিনারি মেডিসিন ফার্মেসির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের সভানেত্রী মোছাঃ গুলনাহার পারভীন।এ সময় নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,নানা শ্রেণি পেশার মানুষ,বিভিন্ন খামারী মালিক,অনেক ভেটেরিনারি মেডিসিন ব্যবসায়ী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর