Friday, এপ্রিল ১৯, ২০২৪

কুয়েতের শায়খ আব্দুল্লাহ্ আল নুরী চ্যারিটি’র জেনারেল ম্যানেজারের বগুড়ায় টিএমএসএস কার্যক্রম পরিদর্শন


আঃ খালেকপিভিএম,পাবনা   
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের সামগ্রিক কার্যক্রম যৌথভাবে পরিদর্শন করেন কুয়েতের শায়খ আব্দুল্লাহ্ আল নুরী চ্যারিটি’র জেনারেল ম্যানেজার মি.ওয়ালিদ আল-সাইফ ও কুয়েতের জয়েন্ট রিলিফ ফান্ডের কান্ট্রি হেড ড. জহির উদ্দিন।তাঁরা ২৬ নভেম্বর বগুড়ার টিএমএসএস ফাউন্ডশান কার্যালয়ে পৌছালে তাঁদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।পরিদর্শনকারীগন  টিএমএসএস পরিচালিত  ইসলামিক মাইক্রো ক্রেডিট,সামাজিক,মানবিক ঋণ দান কার্যক্রম ও টিএমএসএসের নানা জনহিতকর কর্মকান্ড সম্পর্কে অবগত হয়ে শাখা কার্যক্রম পরিদর্শন,টিএমএসএস পরিচালিত পুন্ড্র বিশ্ববিদ্যালয়,রিলিজিয়াস কমপ্লেক্স,টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।টিএমএসএসের সকল সামাজিক,মানবিক ও প্রাতিষ্ঠানিক নানা কর্মকান্ড সরেজমিন পরিদর্শন শেষে সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাঁরা আলোচনা ও মতবিনিময় করেন।মতবিনিময়কালে তাঁরা অভিমত দেন যে,কুয়েতকে মহান আল্লাহ তায়ালা যথেষ্ট সম্পদ দিয়েছেন।পরিদর্শনকারীগন মনে করেন তাঁদের সম্পদের উপরে দরিদ্র মানুষের হিস্যা আছে।তাই তাঁরা এ পর্যন্ত বাংলাদেশে মসজিদ,মাদ্রাসা,ইয়াতিমখানা, হাসপাতাল,ক্লিনিক প্রভৃতি সামাজিক ও মানবিক  কাজে ব্যয় বিধান করেছেন।বর্তমানে শরিয়াহ্ মোতাবেক মানবিক ঋণের মাধ্যমে মানুষের উন্নয়ন ঘটলে তারাই মসজিদ করতে পারবে।তাঁরা মসজিদের গুরুত্ব অপেক্ষা মানুষের গুরুত্ব অধিক হিসাবে হাদিস উল্লেখ করেন।তাঁরা টিএমএসএসের সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে সাধ্যমত এ প্রতিষ্ঠানের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে সহায়তা প্রদান করার আশ্বাস দেন।আলোচনা সভায় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম টিএমএসএস পরিদর্শন করার জন্য তিনি পরিদর্শনকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।আলোচনা সভায় টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-১ আব্দুল কাদের,উপনির্বাহী পরিচালক-২ রোটরিয়ান ডাঃ মতিউর রহমান,টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান,পরিচালক প্রশাসন শাহাজাদি বেগম,হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান,যুগ্ম পরিচালক মোঃ কামরুজ্জামান খান ও ডিডি মোহাম্মদ মোমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।পরিদর্শক দলের সাথে টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম সার্বক্ষণিক ভাবে ছিলেন।এ সময় নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,টিএমএসএস মেডিকেল কলেজর অধ্যক্ষ,কর্মকর্তা,কর্মচারী, রিলেজিয়াসের স্টাফ,টিএমএসএসের উপদেষ্টা,বিভিন্ন বিভাগের পরিচালক,বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,এনজিও কর্মী,নানা শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর