Friday, অক্টোবর ১১, ২০২৪

এই নিয়ে ষষ্ঠবার হার দিয়ে বিশ্বকাপ শুরু করলো বিশ্বকাপ

কাতার ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় অঘটনের শিকার হয়েছে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা র‌্যাংকিংয়ের ৪৯তমস্থানে থাকা সৌদি আরবের কাছে আজ ২-১ গোলে ম্যাচ হেরেছে তারা। 
এই প্রথম নয় এই নিয়ে ষষ্ঠবারের মত হার দিয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করলো আর্জেন্টিনা। 
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে রানার্স হয়েছিল আর্জেন্টিনা। ১৯৩৪ দ্বিতীয় আসরে  নিজেদের প্রথম ম্যাচেই সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় তারা। ঐ আসরে প্রথম রাউন্ড থেকে বিশ্বকাপ শেষ হয় আর্জেন্টিনার। 
১৯৫৮ সালের বিশ্বকাপেও নিজেদের প্রথম খেলায় পশ্চিম জার্মানির কাছে ৩-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা।  শেষ পর্যন্ত আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। 
১৯৭৪ বিশ্বকাপের প্রথম ম্যাচে পোল্যান্ডের কাছে ৩-২ গোলে হার বরণ করেছিলো আর্জেন্টিনা। অবশ্য  আসরে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে পারে তারা।  
১৯৭৮ আসরে প্রথম বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। ১৯৮২ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলের ব্যবধানে হারতে হয়েছিলো আর্জেন্টিনাকে। দ্বিতীয় রাউন্ড থেকে ঐ আসর শেষ করে তারা। 
১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হারতে হয় আর্জেন্টিনাকে। হার দিয়ে শুরু হলেও,আসরের ফাইনাল খেলে আর্জেন্টিনা। কিন্তু পশ্চিম জার্মানির কাছে ফাইনালে হেরে যায় তারা।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর