Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩

ম্যাচের আগে কেন জাতীয় সঙ্গীত গাইলো না ইরানের ফুটবলাররা?

বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে মাঠে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানিয়েছে ইরানের ফুটবলাররা। তাদের সমর্থন করেছেন মাঠে উপস্থিত ইরানের ফুটবল ভক্তরাও।

সোমবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে দলটি ৬-২ গোলে ইংল্যান্ডের কাছে হেরেছে।

রীতি অনুযায়ী খেলা শুরু হওয়ার আগে লাউড স্পিকারে দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। মাঠে দাঁড়িয়ে বুকে হাত রেখে খেলোয়াড়রা তার সঙ্গে গলা মেলান।

কিন্তু সোমবার রাতে কাতারে খেলা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গাননি খেলোয়াড়রা।

মাঠে ইরানের যে ভক্তরা ছিলেন, তাদের কেউ কেউ এই সময় চিৎকার এবং ঠাট্টা করেন। অন্যদের গান গাইতে শোনা যায়, ‘নারী, জীবন, স্বাধীনতা’।

স্টেডিয়ামে ইরানের অনেক দর্শকের চিৎকার করে ‘আলি কারিমি’ বলতে শোনা যায়।

আলি কারিমি হচ্ছেন সাবেক একজন ফুটবলার যিনি ইরানের সরকারের একজন কড়া সমালোচক।

সরকার বিরোধী বিক্ষোভে তিনি একটি পরিচিত মুখও।

সেই সঙ্গে তারা ‘বে-শরফ’ বলেও চিৎকার করেন।

পার্সিয়ান ভাষায় যার অর্থ ‘সম্মানহীন’। ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্যে করে এই শব্দটি ব্যবহার করে থাকেন বিক্ষোভকারীরা।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর