আব্দুল খালেক পিভিএম ।।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন,সামাজিক অগ্রগতি,নারীর ক্ষমতায়ন,আয় বর্ধন কর্মকান্ড সম্প্রসারণের উদ্দেশ্যে বাহিনীর বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার কার্যক্রমকে বেগবান করে উন্নত ও সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সদস্যদের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক রাজশাহী শাখা কর্তৃক আয়োজিত ২১/৯/২২ তারিখ ভিডিপি সদস্যদের মধ্যে স্বল্প সুদের কৃষি ও পল্লী ঋণ বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপরোক্ত কথা গুলি বলেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের, আঞ্চলিক কর্মকর্তা মোঃ এনামুল হক।রাজশাহী শাখার,শাখা ব্যবস্থাপক এ টি এম মাহবুব ইমামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের এসপিও গৌর সুন্দর দাস।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার ২য় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,সিনিয়র অফিসার মোঃ মাসুদুর রহমান ও অফিসার মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। সদস্যদের মধ্যে বক্তব্য দেন মোঃ হাফিজুর রহমান,রাজন সরকার ও মোছাঃ নাজমা আক্তার।এ শাখার আনসার ভিডিপি সদস্যদের মধ্যে স্বল্প সুদের কৃষি ও পল্লী ঋণ কমসূর্চির আওতায় তিন জনের মধ্যে ৭ লক্ষ টাকা বিতরণের মাধ্যমে স্বল্প সুদের কৃষি ও পল্লী ঋণ বিতরন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এ ঋণ কর্মসূচির মাধ্যমে এ শাখার অধীন বহু সংখ্যক সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করে স্বাবলম্বি করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সময় আনসার ভিডিপি সংগঠনের সদস্য-সদস্যা,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।