নিজস্ব প্রতিবেদক:
পাবনার ছেলে নাছির ফরহাদের ইচ্ছা তার চেষ্টা নিষ্ঠা ,সততার সাথে পরিশ্রম করে একজন ভালো অভিনেতা হওয়ার | আগামী ০২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনিত প্রথম ছবি “ভাইয়ারে” । এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছোট পর্দায়ও ব্যস্ত নাছির ফরহাদ | নাছির ফরহাদ পাবনা সুজানগরের কদিম মালঞ্চি গ্রামের মৃত ফরহাদ সরদারের ছেলে, ২ ভাই-বোনের মধ্যে বড়। ২০১৭ সালে “কলংকি” শিরোনামে জনপ্রিয় শিল্পী কিশোর পলাশের একটি গানের মাধ্যমে প্রধান চরিত্রে ক্যামেরার সামনে অভিষেক হয়, যে গানটি কোটি কোটি দর্শকের মনে যায়গা করে নিয়েছে। বাবু সিদ্দীকি পরিচালনায় “অসহায় আলো” নাটকের মাধ্যমে “আর টিভি ” তে পথম নাটক প্রচার হয়- এর পর “মান-অভিমান” ধারাবাহিক নাটক সহ অনেক টিভি নাটক সহ শর্টফিল্ম মিউচিক ভিডিওতে অভিনয় করেন তিনি। নাছির ফরহাদের সাথে কথা বলে জানা যায় যে, “ভাইয়ারে ” সিনেমায় একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন নাছির ফরহাদ | নাছির ফরহাদের অভিনিত ছবি মুক্তির অপেক্ষায়- আছে- ওয়াজেদ আলী সুমন পরিচালিত” অন্তরাত্মা ” শাকিব খানের ” অন্তরাত্মা – ছবিতে একটি দায়িত্ববান চরিত্রে অভিনয় করে নাছির ফরহাদ এছাড়াও রয়েছে মিজানুর রহমান পরিচালিত ” ৭১ এর এক খন্ড ইতিহাস ” যে ছবিতে নাছির ফরহাদ কে দেখা যাবে বাংলদেশকে রক্ষা করবে একজন সৈনিক মুক্তিযোদ্ধা হিসাবে- যে ছবিতে কমান্ডার প্রধান চরিত্রে অভিনয় করেছেন, মাসুম পারভেজ রুবেল। “ভাইয়ারে” সিনেমার মাধ্যমে দর্শক আবার হল মুখি হবে বলে মনে করেন সিনেমার সংশ্লিষ্টরা | সিনেমার কাহিনী, সংলাপ গীত চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের, প্রযোজনা করেছেন মো: ফখরুল হোসেন, পরিচালনা করেছেন, রাকিবুল আলম রাকিব। নাছির ফরহাদ বলেন, গল্প নির্ভর এই ভাইয়ারে সিনেমা টা এ সময়ের দর্শকের মনে যায়গা করে নিবে ইনশাআল্লাহ । আমি বিশেষ ভাবে ধন্যবাদ ও ভালোবাসার সাথে কৃতজ্ঞ স্বীকার করছি এই সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র খ্যাত জনপ্রিয় রাসেল মিয়ার কাছে । রাসেল মিয়া ভাইয়ের জন্য ভাইয়ারে সিনেমার ভাইয়ের ভূমিকায় রয়েছেন – যেখানে প্রকাশ পাবে বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা, ত্যাগ হিংস্রতা সকল কিছু নিয়েই এই সিনেমা । নাছির ফরহাদ ছাড়াও “ভাইয়ারে” সিনেমায় অনান্য চরিত্রে অভিনয় করেছেন- রাসেল মিয়া, এ্যালিনা শাম্মি,সাখাওয়াত সাগর, জারা, সিমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন, সুজন রাজা সহ আরও অনেকে | নাছির ফরহাদের বড় পর্দায় অভিষেক প্রসঙ্গে জৈনিক সিনেমা পাগল বলেন, আমাগো পাবনার ছেলে নাছির ফরহাদ ভালো অভিনয় করেন- নাছির ফরহাদও নিজের প্রতিভা দিয়ে সবার মনে ভালোবাসার একটা যায়গা করে নিতে চান ।