স্টাফ রিপোর্টার পাবনা বেড়া উপজেলার নদীর ভাঙন কবলিত ৭৫ টি পরিবারের মাঝে দেড় লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় তহবিল হতে এ অর্থ প্রদান করা হয়।
উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চরনাগদাহ গ্রামে বন্যায় কবলিত মানুষের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে বিকেলে তাদের মাঝে দেড় লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন পাবনা জেলা প্রশাসক, মোঃ বিশ্বাস রাসেল ।
এ সময় পাবনা জেলা প্রশাসক, মোঃ বিশ্বাস রাসেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আক্তার। বেড়া উপজেলা নির্বাহী অফিসার, মোহা. সবুর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান, মেসবা উল হক। মোঃ আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বেড়া পাবনা ও হাঁটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরকার প্রমুখ।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার জানান, গত একসপ্তাহের ব্যবধানে ভাঙন কবলিত ক্ষতিগ্রস্থ ৩২৩ টি পরিবকারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করেছি। আজকে ৭৫টি পরিবারের মাঝে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামীকাল তাদের জন্য ৫ টন খাবার বরাদ্ধ করা হয়েছে বলে তিনি জানান।