হবিগঞ্জে মোবাইল ফোনে আসক্তিকে লাল কার্ড প্রদর্শন
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে মোবাইল ফোনে আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনের শপথ নিল। শনিবার (২১ মে) হবিগঞ্জ সদর উপজেলার আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মোবাইল ফোনে আসক্তি, মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নিয়েছে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যলয়টির প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এইচ এম রিয়াদ, অর্থ সম্পাদক জয় দেবনাথ, শিক্ষা বিষয়ক সম্পাদক অনি আফরোজ, দপ্তর সম্পাদক গোলাপ মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক সাজু আহমেদ, সদস্য ইমন প্রমুখ।
শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধ এবং দেশপ্রেমে জাগ্রত হতে শপথ নিয়েছে। টিফিনের টাকা বাঁচিয়ে এ পর্যন্ত ১৩শত ৬৬ টি বিদ্যালয়ে সচেতন করেছে সংগঠনটি। বর্তমানে ভ্রাম্যমান সিলেট বিভাগীয় সফরে রয়েছেন লাল সবুজ সংঘের সদস্যরা ।