বিশেষ প্রতিনিধিঃ পাবনায় প্রশাসনের অভিযানে ৬৩ হাজার ২শত লিটার সয়াবিন তৈল জব্দ, চার লক্ষ বিশ হাজার টাকা জরিমানা পাবনার কাশিনাথপুরে অভিযান চালিয়ে ৬৩ হাজার ২০০ লিটার মজুত রাখা সয়াবিন তেল জব্দ।আজ বুধবার(১১ই মে) বেলা তিনটায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।সে সময় মোট ৬৩ হাজার ২দুইশো লিটার মজুদ রাখা তেল জব্দ করেন।বেড়া উপজেলা প্রশাসন, সাথিয়া উপজেলা প্রশাসন ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি, আমিনপুর থানা পুলিশ ও সাথিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বিপ্লব স্টোর থেকে১৩ হাজার দুইশো লিটার,ব্যাংক সুনীলের গোডাইন থেকে একুশ হাজার দুইশো লিটার এবং মীর ষ্টোর থেকে ত্রিশ হাজার লিটার মোট ৬৩ হাজার দুইশো লিটার তেল জব্দ করা হয়।মোট চার লক্ষ বিশ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। সুত্রঃ ফেসবুক।