পাবনা থেকে আব্দুল খালেক খান ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের রিলেজিয়াস কমপ্লেক্সের উদোগে ইয়াতিম,প্রবীণ ব্যক্তি, হতদরিদ্র,অবহেলিত নারী ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে দোয়া ও ইফতার মাহফিল গত ২৬ এপ্রিল টিএমএসএস রিলেজিয়াস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের রিলেজিয়াস কমপ্লেক্সের চেয়ারম্যান পীর মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার শ্রী সুদীপ কুমার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপনিবাহী পরিচালক ২ মোঃ মতিউর রহমান, উপনিবাহী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান, টিএমএসএসের রিলেজিয়াস কমপ্লেক্সের উপদেষ্টা আয়েশা বেগম, রিলেজিয়াস কমপ্লেক্সের এম ডি সৈয়দা রাজিয়া বেগম ও পুলিশের ক্রাইম শাখার অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ। প্রধান অতিথি এমন আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সমাজের ভালো কাজ করার জন্য তিনি সামর্থবানদের প্রতি আহবান জানান। ইফতার অনুষ্ঠানে প্রায় চার শতাধিক মানুষের মধ্যে ইফতারি সরবরাহ করা হয়। এ সময় আল মেহেদী পারভেজ,এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ,এনজিও কর্মী,টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগন ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।