পাবনা থেকে আব্দুল খালেক খান ।।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের কৃষি ভিত্তক উপকারভোগী পরিবার এবং টিএমএসএস সংস্হা পর্যায়ে ভূমি সংরক্ষণ দলিলিকরন এবং ভূমির চুড়ান্ত ব্যবহার নির্শ্চিত কল্পে সংশ্লিষ্ট জনবল ভূমির মালিকগণের সমন্বয়ে আগামী সেপ্টেম্বর -২০২২ অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী উপস্হিত থাকার সদয় সম্মতি অন্তে গতকাল ঢাকায় টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের নিকট থেকে পর্ষদ এর সিদ্ধান্ত নামা পুস্তিকা গ্রহণ করেন। ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে পর্ষদ সিদ্ধান্ত নামা পুস্তিকা প্রদান করছেন প্রফেসর ড হোসনে আরা বেগম। এ সময় নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।