Friday, এপ্রিল ১৯, ২০২৪

চাটমোহর টিএমএসএসের কার্য অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা থেকে আব্দুল খালেক খান পাবনা :  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের পাবনা জেলার চাটমোহর জোন কর্তৃক আয়োজিত চাটমোহর জোনের জানুয়ারি থেকে মার্চ মাসের কার্য অগ্রগতি পযালোচনা ও এপ্রিল মাসের কর্মকৌশল নির্ধারণ শীর্ষক সারাদিন ব্যাপি কর্মশালা ৬ এপ্রিল  টিএমএসএসের চাটমোহর  জোনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়।         কর্মশালায় চাটমোহর জোনের জোনাল কর্মকর্তা মোঃ আবু সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের সেকটর প্রধান উপ নিবার্হী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।সারাদিন ব্যাপি এ কর্মশালায় টিএমএসএসের খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য সেক্টর প্রধান উপনিবার্হী পরিচালক সোহরাব আলী খান কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি খেলাপি,মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়,নতুন নতুন সদস্য নির্বাচন করে নতুন,নতুন দল গঠন করতে কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন।তিনি ঋণী সদস্য বদ্ধি ,বকেয়া হ্রাস,স্থায়ী আমানত বৃদ্ধি,কর্ম এলাকার কার্যক্রম চিহ্নিত করে কর্ম কৌশল গ্রহণ, বকেয়া আদায় জোরদার কারনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি  আহবান জানান। তিনি ঋণ বিতরনে সতর্কতা অবলম্বন ও সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। বিশেষ অতিথি নাটোর  ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া উপস্থিত  সবাই কে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। অনুষ্ঠানে উপনির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ আল মেহেদী পারভেজ,চাটমোহর জোনের চাটমোহর,ফরিদপুর, বনপাড়া ও বেড়া এরিয়া ম্যানেজারদের মধ্যে যথাক্রমে মোঃ রফিকুল ইসলাম, মোঃ সেলিম রেজা, আফজাল হোসেন ও মোঃ শাহা জালাল এবং জোনের অধীন ১৮ টি শাখার ম্যানেজারগন এ কর্মশালয় অংশ নেয়।পরে সেক্টর প্রধান উপ নিবার্হী পরিচালক সোহরাব আলী খান দেশের বিভিন্ন জোনের জোন প্রধান ও ম্যানেজারদের সাথে জুম মিটিং পরিচালনা করেন।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর