উত্তরাঞ্চলীয় প্রতিনিধি পাবনা থেকে আব্দুল খালেক খান:
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক বগুড়া অঞ্চল কর্তৃক আয়োজিত ২০২২ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বগুড়ার টিএমএসএস ম-মইন ইকোপার্কে অনুষ্ঠিত হয়। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বগুড়া অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রংপুর, দিনাজপুর ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আঃ আলীম,মোঃ আব্দুল গনি, মোঃ এনামুল হক ও বগুড়ার সাবেক আর এম মোঃ তরিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বগুড়ার অডিট প্রধান মোঃ আলী আবু রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড হোসনে আরা বেগম এমন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সবাই কে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। তিনি ব্যাংকের কর্মপরিধি সম্প্রসারণ করে আরে অধিক সদস্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি মানব সেবার জন্য কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন। অনুষ্ঠানের সকল আয়োজন ও নিয়ম শৃঙ্খলায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তাঁকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মকর্তা ড. হোসনে আরা বেগমের উপস্থিতির জন্য তাঁকে ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বগুড়া অঞ্চলের ১৮ টি শাখার কর্মকর্তা,কর্মচারী ও অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক মোঃ জুলফিকার মতিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা হয়।