মোঃ আবু হানিফ শিশির, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: প্রতিনিয়ত বিনামূল্যে রক্ত সরবরাহ এবং অসহায় মানুষকে রক্তদানের মাধ্যমে মানবতার অনন্য উদাহরণ হিসেবে কাজ করে যাচ্ছে ঠাকুরগাঁও ব্লাড ডোনার্স সোসাইটি নামক সংগঠন টি । ঠাকুরগাঁও ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি জনাব মোঃ মাহবুবুর রহমান জানান, প্রায় টিভির নিউজে দেখি রক্তের অভাবেব অনেক অসহায় রোগী মারা যায়। এই রক্তের সমস্যা দূর করতে কাজ করার আগ্রহ হয়ে প্রথমে কয়েকজন মিলে ফেসবুকে ও মেসেঞ্জার গ্রুপ খুলে রক্ত চেয়ে পোস্ট করলে ব্যপক সাড়া পাই। পরবর্তীতে বৃহৎ আকারে কমিটি করে রক্তদান সেবা পরিচালনা করে আসছি। এখন পর্যন্ত কতো ব্যাগ রক্ত দিয়েছেন আপনাদের সংগঠনের মাধ্যমে এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা কমিটি হওয়ার আগে কতো ব্যাগ রক্ত দিয়েছি তার হিসাব রাখিনি তবে দুই বছর পাঁচ মাসে প্রায় 9201 ব্যাগ রক্তসেবা দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
ঠাকুরগাঁও ব্লাড ডোনার্স সোসাইটির মাধ্যনে রক্ত পেয়েছেন নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী সৈয়দা মৌমিতা করির জাগোবার্তা টুয়েন্টি ফোর ডটকম কে জানান, আমার সিজারের সময় যখন বি পজিটিভ রক্তের দরকার ছিল, সবাই রক্ত খুজতে খুজতে ক্লান্ত তখনই ঠাকুরগাঁও ব্লাড ডোনার্স সোসাইটি আমাকে বিনামূল্যে রক্ত জোগার করে দিলে আমার অপারেশন করতে পারি। দোয়া ও কৃতজ্ঞতা জানাই ঠাকুরগাঁও ব্লাড ডোনার্স সোসাইটির সবাইকে।
সম্প্রতি তাদের বিনামূল্যে বই বিতরণ বিতরন অফার চলছে। যারা তাদের ফেসবুক গ্রুপে কমেন্ট ও ইনভাইট করবে তাদেরই নিয়ে লটারীর মাধ্যমে সেরা তিনজনকে তিনটি বই উপহার দিচ্ছেন, তাদের এই অফার প্রতি সপ্তাহে চলমান থাকবে এমনই জানিয়েছেন।