Tuesday, ফেব্রুয়ারী ১৮, ২০২৫

দৃষ্টি প্রতিবন্ধী ফরিদকে ঘর দিচ্ছে সেভ হিউম্যান লাইফ

আব্দুল্লাহ আল সুমন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও : “মাটির ভাঙ্গা ঘরে গরু ছাগলের সঙ্গে বসবাস” শিরোনামে গত ১৩ ফেব্রুয়ারি অনলাইনে বিভিন্ন সংবাদ প্রকাশের পর দৃষ্টি প্রতিবন্ধী ফরিদ ইসলাম কে   একটি ঘর বানিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে রংপুর বিভাগের স্বেচ্ছাসেবী সংস্থা সেভ হিউম্যান লাইফ।
সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল্লাহ্ আল হেলাল শনিবার (২৫ ফেব্রুয়ারি)  এ তথ্য নিশ্চিৎ করেছেন। 
রেজাউল করিম  বলেন,মানুষের মৌলিক অধিকারের মধ্যে  একটা হলো বাসস্থান, একজন দৃষ্টি প্রতিবন্ধি মানুষ গোয়াল ঘরে পরিবার নিয়ে থাকেন, এটা অনেকটা দৃষ্টিকটু। খবরটা দেখার পর   সাইফুল্লাহ্ আল হেলাল   (সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক)  তার সাথে যোগাযোগ করেন । আমি  বুধবার ফরিদের বাসায় গিয়ে ঘর নির্মাণের জন্য মাপযোগ করেছি। এবং  ঘর নির্মাণ কাজ শুরু করেছি । 
এছাড়াও ফরিদের ইসলামের আনুসাঙ্গীক খরচ বহনের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এসএসসি ৯৯ ব্যাচের সদস্য ন্যাশনাল ফোম এর প্রতিষ্ঠাতা জহির উদ্দীন খান ও   শাহিনুর  ইসলাম শাহিন।
দৃষ্টি প্রতিবন্ধী ফরিদ ইসলাম বলেন, আমার অসহায়ত্বের সংবাদ শুনে  যারা আমাকে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন আমি তাদের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করছি । 
এসময় উপস্থিত ছিলেন, সেভ হিউম্যান লাইফ এর প্রজেক্ট কো অর্ডিনেটর রেজাউল করিম রানা।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর