Sunday, জুলাই ১৪, ২০২৪

শালীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

 আব্দুল্লাহ আল সুমন স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ে গভীর রাতে মুখ চেপে ধরে কিশোরী শালীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুলাভাই সুমনকে (২৪) ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে প্রেরণ করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ।
অভিযুক্ত সুমন (২৪) সদর উপজেলার ১২ নং সালন্দর ইউনিয়নের আলীমোড় শিংপাড়া গ্রামের সবুর আলীর ২য় ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে সালন্দর শিংপাড়ায় দুলাভাই সুমনের বাসায় মেহমান খেতে যান শালী। ১০ তারিখ গভীর রাতে বড় বোন ঘুমিয়ে থাকলে এই সুযোগে মুখ চেপে ধরে ধর্ষণ করেন নিজ দুলাভাই সুমন। এ ঘটনা পরিবারকে জানালে ১২ তারিখে ভুক্তভোগীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান তার বাবা।

 আব্দুল্লাহ আল সুমন স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ে গভীর রাতে মুখ চেপে ধরে কিশোরী শালীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুলাভাই সুমনকে (২৪) ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে প্রেরণ করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ।
অভিযুক্ত সুমন (২৪) সদর উপজেলার ১২ নং সালন্দর ইউনিয়নের আলীমোড় শিংপাড়া গ্রামের সবুর আলীর ২য় ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে সালন্দর শিংপাড়ায় দুলাভাই সুমনের বাসায় মেহমান খেতে যান শালী। ১০ তারিখ গভীর রাতে বড় বোন ঘুমিয়ে থাকলে এই সুযোগে মুখ চেপে ধরে ধর্ষণ করেন নিজ দুলাভাই সুমন। এ ঘটনা পরিবারকে জানালে ১২ তারিখে ভুক্তভোগীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান তার বাবা।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর