Sunday, জুলাই ১৪, ২০২৪

ঠাকুরগাঁওয়ে আগাম দেখা দিচ্ছে আমের মুকুল

আব্দুল্লাহ আল সুমন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ  আজ শনিবার( ২০ ফেব্রুয়ারি)  ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার লোহাগড়া বাজার সংলগ্ন  হুমায়ুনের আমের  বাগানে দেখা গেছে  আগাম আমের মুকুল তিনার  বাগানে প্রায় চার  শতাধিক আমের গাছ রয়েছে কিন্তু এর মধ্যে দুই  একটি গাছে দেখা মিলছে আগাম আমের মুকুল।
  ফাল্গুনের শুরুতেই , শীতও শেষ হয়নি। অথচ এরই মধ্যে ঠাকুরগাঁওয়ের  কিছু আম গাছে মুকুল আসতে শুরু করেছে। বেশ কিছু এলাকায় আম গাছে দেখা  দিচ্ছে আমের মুকুল। বাতাসে মুকুলের মৌ মৌ সুবাস বইছে।  শহরের বিভিন্ন এলাকায় এখন আমের মুকুল শোভা পাচ্ছে। সেই মুকুলের পরিমাণ কম হলেও ইতোমধ্যে মালিকরা পরিচর্যা শুরু করেছেন।

তবে  আম বাগানের মালিকরা বলছেন  নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই আবহাওয়াগত ও জাতগত কারণেই মূলত আমের এই মুকুল আসতে শুরু করেছে। তবে চলতি মাসের শেষের দিকে প্রতিটি গাছেই পুরোপুরিভাবে মুকুল ফুটতে শুরু করবে বলে জানিয়েছেন তারা ।
শামীম খান নামের এক ব্যক্তির সাথে কথা বলে তিনি বলেন  প্রতি বছরই কিছু আমগাছে আগাম মুকুল আসে। এবারও আসতে শুরু করেছে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যায়। আর আবহাওয়া বৈরী হলে ফলন মেলে না। তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছে মুকুল স্থায়ী হবে।

ঠাকুরগাঁও সদর সরকারপাড়া  এলাকার বাসিন্দা কবির ফেরদৌস বলেন, আম গাছে আগাম মুকুল বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করছে।

ঠাকুরগাঁও সদর সরকারপাড়া  এলাকার বাসিন্দা কবির ফেরদৌস বলেন, আম গাছে আগাম মুকুল বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, ফেব্র“য়ারি মাসেই মূলত আম গাছে মুকুল আসা শুরু হয়। আগাম যেসব গাছে মুকুল আসছে তা কেবল আবহাওয়াগত ও জাতের কারণে।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর